সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন হয়েছে।
বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে রোববার বেলা সাড়ে ১১টায় এই আবেদন করেন। এতে ভার্চুয়াল টকশোর উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, আদালতের বিচারক জিয়াউর রহমান মামলার বিষয়ে পরে আদেশ জানাবেন।
মামলার আবেদনের সময় রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদীসহ বগুড়া ও রাজশাহীর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
বাদী সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘হেলালের ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে মুরাদ ব্যরিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেয়ায় আমি মামলার আবেদন করেছি। আদালত আবেদন গ্রহণ করেছেন।’
সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে তারেক রহমানের কন্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডা. মুরাদ। এরপর তার বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়। এ ছাড়া তার পদত্যাগের দাবিও ওঠে।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হন ডা. মুরাদ।