বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুলিতে প্রার্থী হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা

  •    
  • ১২ ডিসেম্বর, ২০২১ ১২:৩৯

সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘মামলায় ভাঁড়ারা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ৩৪ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।’

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে গুলিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নিহতের ঘটনায় নৌকার প্রার্থীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।

নিহত ইয়াসিন আলমের বাবা মোজাম্মেল হক খান শনিবার রাতে পাবনা সদর থানায় মামলা করেন। এতে ৩৪ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘মামলায় ভাঁড়ারা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ৩৪ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।’

ইউনিয়নের কোলাদীচারা বটতলা এলাকায় শনিবার সকালে আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ খান ও আনারস প্রতীকের ইয়াসিন আলমের সমর্থকদের সঙ্গে নৌকা প্রতীকের আবু সাঈদ খানের অনুসারীদের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইয়াসিন আলম।

ঘটনার পর অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ নজরুল সরদার ও বকুল খান নামের দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। তারাও এই মামলার এজাহারভুক্ত আসামি। তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সহিংসতার ঘটনায় এই ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর হতে যাওয়া চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

এ বিভাগের আরো খবর