একাধিকবার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানোর পর এবার সেই আইনেই সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করেছে বিএনপি।
যুক্তরাজ্যে পলাতক সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষী বক্তব্যের অভিযোগে মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে এ মামলার আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় বিএনপি
রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী।
বিচারক ছুটিতে থাকায় আগামীকাল সোমবার শুনানির তারিখ রাখা হয়েছে।
মামলার অপর আসামি হলেন, মহিউদ্দিন হেলাল নাহিদ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ রেইনস নামে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। তিনি বলেন, ‘আজকে মামলা ফাইলিং হয়েছে। তবে বিচারক ছুটিতে থাকায় আগামীকাল শুনানি অনুষ্ঠিত হবে।’
অনলাইনে এসে একটি টকশোতে বিতর্কিত মন্তব্য করায় এবং ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় ডা. মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান তিনি।