বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাস্তায় দাঁড়িয়ে থাকা বাবা-ছেলেকে পিষে দিল ট্রাক

  •    
  • ১২ ডিসেম্বর, ২০২১ ১১:০২

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘আব্দুস সালাম ও তার ছেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের নিমতলা বিজয়নগর এলাকায় মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুস সালাম।’

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামের ৬০ বছর বয়সী আব্দুস সালাম ও তার ছেলে ৩৫ বছর বয়সী মো. ইব্রাহিম।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আব্দুস সালাম ও তার ছেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের নিমতলা বিজয়নগর এলাকায় মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

‘এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুস সালাম। ইব্রাহিমকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ৩টার দিকে মারা যান।’

তিনি আরও বলেন, ‘আব্দুস সালামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইব্রাহিমের মরদেহ এখনো হাসপাতালে রয়েছে।’

এদিকে শনিবার রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জে ট্রাক চাপায় আরও একজনের মৃত্যু হয়েছে।

নিহত ২৪ বছর বয়সী মো. পারভেজ নগরীর বাগানপাড়া এলাকার বাসিন্দা।

রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী নিউজবাংলাকে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পারভেজ তার মোটরসাইকেলে স্ত্রী সুবর্ণা খাতুন ও ভাগ্নি রাইসা খাতুনকে নিয়ে যাচ্ছিলেন।

আলীগঞ্জ এলাকায় এলে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজ মারা যান।

দুর্ঘটনায় আহত সুবর্ণা খাতুন ও রাইসা খাতুনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারভেজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এসআই কাজল কুমার।

এ বিভাগের আরো খবর