ছুটি না নিয়ে প্রায় দেড় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. ইবনে ইমামের বিরুদ্ধে।
হাসপাতালে তার অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম অনেকটা থমকে যাওয়ায় ব্যাপক বিড়ম্বনায় পড়তে হচ্ছে চিকিৎসক ও কর্মকর্তাদের। বিষয়টি নিয়ে জনমনে গুঞ্জন সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের আগস্টে ২৫০ শয্যা নওগাঁ হাসপাতালে উপপরিচালক পদে যোগ দেন ডা. ইবনে ইমাম। দায়িত্ব নেয়ার এক মাস পর হঠাৎ রাজশাহীতে বদলি হতে চেষ্টা শুরু করেন তিনি।
বদলি হতে না পেরে অক্টোবরের শুরুতেই মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে আসা বন্ধ করে দেন উপপরিচালক ইবনে ইমাম। প্রায় দেড় মাস ধরে কর্মস্থলে আসছেন না তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, এই চিকিৎসক এখন নওগাঁর পার্শ্ববর্তী রাজশাহীতে অবস্থান করছেন। এ অবস্থায় হাসপাতালের কর্মকর্তাদের জরুরি ফাইল স্বাক্ষর করাতে বিভিন্ন সময় রাজশাহীর বিভিন্ন স্থানে ছুটতে হচ্ছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবু আনছার আলী বলেন, ‘হাসপাতালে একজন উপপরিচালকের অনেক দায়িত্ব থাকে। চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের বেতনসহ আর্থিক সব বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হয়।
‘এ ছাড়াও হাসপাতালের সর্বক্ষেত্রে জটিলতা আসলে সেসব বিষয় সমাধানে কার্যকর পদক্ষেপ তিনিই গ্রহণ করেন। দীর্ঘদিন তার অনুপস্থিতিতে আমাদের সব ক্ষেত্রেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে।’
এ বিষয়ে ২৫০ শয্যা নওগাঁর জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. ইবনে ইমাম মোবাইল ফোনে নিউজবাংলাকে বলেন, ‘ব্যক্তিগত কিছু সমস্যার কারণে দেড় মাস যাবৎ অফিস করতে পারিনি। ছুটির আবেদন করেছিলাম। তবে আমার ছুটি কর্তৃপক্ষ মঞ্জুর করেনি।’
তিনি বলেন, ‘একজন সিনিয়র কনসালট্যান্ট আমার সঙ্গে পরামর্শ করে হাসপাতালের কাজগুলো দেখাশোনা করছেন। বর্তমানে হাসপাতাল থেকে কিছুটা দূরে অবস্থান করছি।’
ছুটি ছাড়াই হাসপাতালে দেড় মাস অনুপস্থিত থাকা কতটা যুক্তিসংগত- এমন প্রশ্নে ডা. ইবনে ইমাম বলেন, ‘বললাম তো যে, আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এমনটা হচ্ছে। এর বেশি কিছু বলতে চাই না।’
নিউজবাংলাকে বিষয়টি নিয়ে রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, ‘নওগাঁ জেনারেল হাসপাতালের উপপরিচালককে দেড় মাস যাবৎ পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অন্যত্র বদলি করতে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। শিগগিরই তার স্থানে নতুন কাউকে নিযুক্ত করা হবে।’