বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাংসে চর্বি, কসাইকে ‘কোপালেন’ প্রভাষক

  •    
  • ১১ ডিসেম্বর, ২০২১ ২২:৩২

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাংস কিনতে বাজারে আসেন প্রভাষক হযরত আলী। কসাই শহিদুল মাংসের সঙ্গে চর্বি দিলে ক্ষেপে যান হযরত। কথা-কাটাকাটির একপর্যায়ে দোকানে থাকা চাপাতি দিয়ে শহিদুলকে কোপান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

লালমনিরহাটের আদিতমারীতে মাংসের সঙ্গে চর্বি দেয়ায় কসাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে।

সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজারে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম মো. হযরত আলী। ৪৪ বছরের হযরত সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক।

গুরুতর আহত কসাই শহীদুল লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাংস কিনতে বাজারে আসেন হযরত আলী। কসাই শহিদুল মাংসের সঙ্গে চর্বি দিলে ক্ষেপে যান হযরত। কথা-কাটাকাটির একপর্যায়ে দোকানে থাকা চাপাতি দিয়ে শহিদুলকে কোপান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত শহিদুলের ভাই সিরাজুল বলেন, ‘আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। পুলিশকে জানানো হয়েছে। আমরা মামলা করব।’

হাসপাতালে ভর্তি কসাই শহিদুল। ছবি: নিউজবাংলা

কসাইকে কোপানোর বিষয়ে কলেজ শিক্ষক হযরত আলী নিউজবাংলাকে বলেন, ‘আমি ওই দোকান থেকে মাংস কিনি। চর্বি বেশি দেয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। তবে তাকে কোপানোর বিষয়টি মিথ্যা। আমাকে হয়রানি করার জন্য নিজেই নিজেকে কোপায়। আমি তার গায়ে হাত দিইনি।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। কিন্তু আহতের পরিবার এখনও থানায় অভিযোগ করেনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর