প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের ভাগ্য পরিবর্তনে নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। জানিয়েছেন, শেখ হাসিনা সরকার প্রতিবন্ধী ভাতা চালু করেছে। আর ওনার মেয়ে তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
সাভারে সিআরপির (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্ড) সদর দপ্তরে প্রতিষ্ঠানটির ৪২ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।
বিপ্লব বড়ুয়া বলেন, ‘প্রতিবন্ধীরা যে পরিবারের বোঝা নয়, সেই বার্তাটি দেয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। এ জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে। কল্যাণমূলক নানা কর্মসূচি নেয়া হচ্ছে, ভাতা চালু হয়েছে।
‘দেশের গড়ে কোনো না কোনো পরিবারে প্রতিবন্ধী সদস্য আছেন। আমাদের তাদের প্রতি আরও মানবিক হতে হবে। রাষ্ট্র ও সমাজের তাদের দায়িত্ব নিতে হবে। তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’
সিআরপির সঙ্গে প্রধানমন্ত্রীর আবেগের সম্পর্ক আছে উল্লেখ করে বিপ্লব বড়ুয়া বলেন, ‘মহামারির সিআরপিতে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। জমিসংক্রান্ত জটিলতা দূর করেছেন। আমাদেরও উচিত এই প্রতিষ্ঠান যেন ঠিকমতো কাজ করতে পারে, সেই সহযোগিতা করা।’
সভাপতির বক্তব্যে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর বলেন, দীর্ঘ ৪২ বছরের যাত্রায় সংগঠনটির ১১টি শাখা প্রায় ৮০ হাজার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে তা বাড়ছে। এ ধারা অব্যাহত রাখতে চাই।’
আয়োজনে উপস্থিত ছিলেন লেখক ইমদাদুল হক মিলন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু, সিআরপির নির্বাহী পরিচালক ড. মো. সোহরাব হোসেনসহ সিআরপিতে সেবা নিতে আসা লোকজন। ছিলেন শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে একটি কেক কেটে অনুষ্ঠান শুরু করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া। পরে প্রতিবন্ধীদের মাঝে উপহার ও অনুদান বিতরণ করেন।