কক্সবাজারের মহেশখালীতে আগুনে চার ভাইয়ের বসতঘর পুড়ে গেছে। সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে তাদের।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের অন্তত ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার কুতুবজোম ইউনিয়নের ১নং ওয়ার্ড ঘটিভাঙ্গা এলাকায় শুক্রবার রাত পৌনে ১০টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন নুরু মাঝি, শামসু মাঝি, বদি মাঝি ও মো. ফরিদ। তারা সবাই পেশায় জেলে।
স্থানীয়দের বরাতে মহেশখালী উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিল্টন দাস জানান, আগুনের সূত্রপাত হয় রাত ১০টার দিকে। গ্রামবাসীরা আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় চারটি বসতঘর।
নিউজবাংলাকে মিল্টন দাস বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত আগুন নেভাতে যাই। পুড়ে যাওয়া বসতঘরের আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে। প্রায় আধা কিলোমিটার দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রনে আনতে হয়েছে।’
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
ভুক্তভোগীদের একজন নুরু মাঝি নিউজবাংলাকে বলেন, ‘ঘরগুলো ৮ মাস আগে তৈরি করা হয়েছিল। আগুনে ট্রলারের জন্য কেনা মালামালও পুড়ে গেছে। প্রতি পরিবারের প্রায় ৩ লাখ টাকা করে ক্ষয়ক্ষতি হয়েছে।।’
স্থানীয় জনপ্রতিনিধি রিমন ছিদ্দিক বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের সাথে আলাপ করে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’