রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও তালতলা এলাকায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে শেষ পর্ন্ত সিনিয়রকেই কুপিয়ে জখম করেছে জুনিয়র গ্রুপ। এতে গুরুতর আহত হয়েছেন সাগর নামে ২০ বছরের এক যুবক।
শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। পরে গুরুতর আহত অবস্থায় সাগরকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহত সাগরের বন্ধু কামাল হোসেন বলেন, ‘তালতলা এলাকায় আমরা বসেছিলাম। তখন ওই এলাকার বিল্লাল, জাহিদ, নাঈম, বাংলাসহ ৩০/৪০ জন চাপাতি ও ক্রিকেটের স্টাম্প নিয়ে সাগরের ওপর হামলা চালায়। পরে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে ওরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সাগরকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।’
হামলার কারণ সম্পর্কে কামাল জানান, এক সপ্তাহ আগে জুনিয়র গ্রুপের বাংলা ও নাঈমের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে সাগরের কথা কাটাকাটি হয়। এ নিয়ে সামান্য হাতাহাতির পর সেদিনই মিটমাট করে ফেলা হয়। কিন্তু জুনিয়র গ্রুপ এই মীমাংসা মেনে নেয়নি। তার জের হিসেবে আজকের ঘটনা ঘটিয়েছে।
সাগর ইন্টারনেটের কাজ করেন। আগারগাঁও তালতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তালতলা থেকে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে সাগর নামের এক যুবক মারাত্মক আহত অবস্থায় এসেছে। তার অবস্থা আশঙ্কাজনক।’