চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের এক কর্মকর্তাকে মাইক্রোবাসে জিম্মি করে ৩ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
সীতাকুণ্ড থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী যাওয়ার পথে আটকে মুক্তিপণ আদায়ের কথা নিউজবাংলাকে জানান তেজেন্দ্র কুমার দেবনাথ নামে ওই কর্মকর্তা।
তিনি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চাকরি (সিএ) করেন।
তার দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি ফেনী যাওয়ার জন্য সীতাকুণ্ড সদর থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ওঠেন। অর্ধেক পথ যাওয়ার পর ওই গাড়িতে যাত্রীবেশে থাকা অপহরণকারীরা তার গলায় গামছা পেঁচিয়ে ধরে।
মাইক্রোবাসের মধ্যেই তাকে জিম্মি করে ৩ লাখ টাকা দাবি করে তারা। নির্যাতনের মুখে বাড়িতে ফোন দিয়ে টাকা পাঠাতে বলেন তিনি। পরে বাড়ি থেকে টাকা পাঠানোর পর রাত ১০টার দিকে ফেনীর লালপোল এলাকায় নামিয়ে দেয়া হয় তাকে।
তিনি নিউজবাংলাকে আরও জানান, বাড়ি থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে বিভিন্ন জায়গায় অবস্থান নেয়া অপহরণ চক্রের অন্য সদস্যরা ওই টাকা সংগ্রহ করে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন নিউজবাংলাকে বলেন, ‘তিনি বিষয়টি আমাকে জানিয়েছেন। নিজ বাড়ি ফেনী যাওয়ার পথে তাকে জিম্মি করে টাকা আদায় করা হয়েছে। তিনি ওই পথে সব সময় যাত্রীবাহী মাইক্রোবাসে যাতায়াত করেন।’
এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে শুনছি। তিনি সীতাকুণ্ড পার হওয়ার পর তার হাত-পা বেঁধে টাকা আদায় করা হয়েছে। তবে লিখিতভাবে এখনও কোনো অভিযোগ পাইনি।’