বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোর্টে ধরে আনাদের ৯০ ভাগই বিএনপি নেতা-কর্মী: ফখরুল

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২১ ২১:১৭

মির্জা ফখরুল বলেন, ‘২০০৭ সালের পর দেশের মানুষ গুম নামের নতুন একটি শব্দের সঙ্গে পরিচিত হয়েছে। সাদা পোশাকে কিছু অস্ত্রধারী এসে একজনকে ধরে নিয়ে যাবে। পরে আর খোঁজ পাওয়া যাবে না। এসবের শিকার পরিবারগুলোর কান্না আমরা আট বছর ধরে শুনছি।’

রাজধানী ঢাকা বা দেশের যেকোনো কোর্টে যাদেরই ধরে আনা হয়, তাদের প্রায় নব্বই শতাংশই বিএনপির নেতাকর্মী বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে লেকশোর হোটেলে শুক্রবার আয়োজিত এক সেমিনারে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ ব্যানারে এই আয়োজনে ‘Disenfrenchisement Under the Authoritarian Regime’ শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘২০০৭ সালের পর দেশের মানুষ গুম নামের নতুন একটি শব্দের সঙ্গে পরিচিত হয়েছে। তার আগে আমরা খুব বেশি পরিচিত ছিলাম না। সাদা পোশাক পরা অস্ত্রধারী কিছু লোক আসবে, নির্দিষ্ট ব্যক্তিকে ধরে নিয়ে চলে যাবে। পরে তার কোনো খোঁজ পাওয়া যাবে না। এসবের শিকার পরিবারগুলোর কান্না আমরা আট বছর ধরে শুনছি।

‘এমন অনেক পরিবার আজ এখানে উপস্থিত। তাদের সন্তানরাও এখানে আছেন। অনেকে তাদের বাবাকে আজও খুঁজে ফেরেন। শিশুদের আজ আমরা বলতে শুনছি- আমরা বাবার সঙ্গে থাকতে চাই। বাবার সঙ্গে ঈদ করতে চাই। বাবার হাত ধরে স্কুলে যেতে চাই।’

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘বিভিন্ন সংস্থার হিসাবে গত কয়েক বছরে প্রায় ৬০৭ জন গুম হয়েছেন। সহস্রাধিক রাজনৈতিক নেতা-কর্মী নিহত হয়েছেন। তাদের হত্যা করা হয়েছে। একটি বিষয় অনেকে মনে করতে চান না- বিএনপির প্রায় ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা। যে কোর্টেই যান দেখবেন আটকদের ৯০ শতাংশই বিএনপির নেতা-কর্মী।

‘তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজও তার ন্যূনতম অধিকার চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। তাকে অন্যায়ভাবে দেশের বাইরে নির্বাসিত করে রাখা হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে, বাংলাদেশকে রক্ষা করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে কীভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেটি নতুন করে বলার কিছু নেই। মানবাধিকার ও গণতন্ত্র পরস্পরের পরিপূরক। গণতন্ত্র ছাড়া কখনও মানবাধিকার রক্ষা হতে পারে না। অনুরূপ মানবাধিকার ছাড়া গণতন্ত্র রক্ষা হয় না। বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র বানানো হয়েছে। পরোক্ষভাবে একদলীয় শাসন কায়েমের জন্য সব কিছু করা হচ্ছে।’

সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমান। এ ছাড়া সেমিনারে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর