বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্রিকেট খেলার মাঠে ছুরিকাঘাতে যুবক আহত

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২১ ২১:২৫

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরান ঢাকার আরমানিটোলা মাঠের এ ঘটনায় আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীতে ক্রিকেট খেলতে গিয়ে খেলার মাঠে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরান ঢাকার আরমানিটোলা মাঠের এ ঘটনায় আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ২০ বছর বয়সী মিঠুন কোতোয়ালি বাবুবাজার এলাকায় থাকেন। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

আহতের বন্ধু শিমুল বলেন, আমি, তাওহিদুল ইসলাম, শেখ মোহাম্মদ, সাদিক ও মিঠুন বিকেলে খেলতে যাই। তার আগেই সেখানে উপস্থিত ছিল কয়েকজন যুবক। যখন আমরা মাঠে খেলতে নামি, তখন আমাদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।

তিনি বলেন, পরে প্রতিপক্ষ গ্রুপ আমাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং আমাদের বেধড়ক পেটায়। এরপর তাদের মধ্যে একজন মিঠুনকে ছুরিকাঘাত করে। এতে তার ভুঁড়ি বের হয়ে যায় এবং বাম হাতের কনুইতে গুরুতর জখম হয়। গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মিঠুনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠ থেকে আহত অবস্থায় মিঠুন নামে এক যুবক এসেছেন। তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এখনো তাকে শঙ্কামুক্ত বলা যাবে না। তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর