বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকার প্রার্থীর ভাইকে ‘অপহরণ চেষ্টা’, ৬ জনকে মারধর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ ডিসেম্বর, ২০২১ ২০:৪৮

নন্দীগ্রামের কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) হরিদাস মণ্ডল জানান, স্থানীয়দের রোষানল থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার নন্দীগ্রামের ভাটরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ভাইকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থীর ছয়জনকে মারধর করা হয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে ভাটরা ইউনিয়নের পণ্ডিতপুকুর বাজারে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোরশেদুল বারীর দাবি, ১০-১২ জন তাকে অপহরণ করতে গিয়েছিল। এ সময় জনতা তাদের আটক করে মারধর করে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন বগুড়া শহরের চেলোপাড়ার আকাশ, সোহাগ, শাহিনুর, নন্দীগ্রামের পাইকড়কুড়ি গ্রামের কাব্য, তার বড় ভাই শুভ ও বীরকুঞ্জ গ্রামের হামিদুল।

স্থানীয়রা জানায়, ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাফু শুক্রবার গ্রামের পণ্ডিতপুকুর বাজারে টাইগার ক্লাবের সামনে বসে ছিলেন। দুপুর ১২টার দিকে ১০-১২ জন সেখানে মাহফুজারের বড় ভাই নৌকার প্রার্থী মোরশেদুল বারীকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে যুবকরা মাহফুজারকে অপহরণের চেষ্টা করে।

এ সময় বাজারের লোকজন অপহরণের বিষয়টি বুঝতে পেরে তাদের ঘিরে ছয়জনকে আটকে মারধর করে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নৌকার প্রার্থী মোরশেদুল বলেন, ‘আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহেল বাকী কয়েক দিন ধরে আমাকে হত্যার হুমকি দিয়ে আসছেন। তারই ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী আমাকে অপহরণ করতে আসে। আমাকে না পেয়ে তারা আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করে।’

নৌকার প্রার্থীর অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আব্দুল্লাহের বাকী।

তিনি বলেন, ‘যাদের ওপর হামলা করে মারধর করা হয়েছে, তারা সবাই আমার আত্মীয়স্বজন। তারা সকালে আমার বাড়িতে এসেছিলেন। দুপুরে ফিরে যাওয়ার সময় নৌকার প্রার্থীর লোকজন মারধর করেন।’

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

নন্দীগ্রামের কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) হরিদাস মণ্ডল জানান, স্থানীয়দের রোষানল থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৬ ডিসেম্বর ভাটরা ইউনিয়নে ভোট।

এ বিভাগের আরো খবর