বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুকুরকে বাঁচাতে গভীর রাতে জাগল গ্রাম

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২১ ২০:১৩

তিনি বলেন, ‘রাতে ফোন পেয়ে আমি কাঁঠালতলী এলাকায় যাই। দেখি দুটি কুকুর মোটামুটি স্বাভাবিক হয়েছে। একটি কুকুর তীব্র যন্ত্রণায় গিয়ে ঝোপের মধ্যে লুকিয়েছে। সেখানে একটি তারের মধ্যে আটকা পড়েছে। এটিকে বাঁচাতে প্রাণিসম্পদ অফিসে কল দিই। পাশাপাশি ফায়ার সার্ভিসে কল দিই।’

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন ছিলেন ঘুমে। গভীর রাতে অপরিচিত একটি নাম্বার থেকে কল আসে তার মোবাইল ফোনে। অন্য প্রান্তে থাকা ব্যক্তি জানান, রাস্তার পাশে তিনটি কুকুরকে বিষ খাওয়ানো হয়েছে। সেগুলো অসুস্থ।

ফোন পেয়ে তখনই ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকর্মীদের কল দেন চেয়ারম্যান এনাম। এগিয়ে আসেন এলাকার লোকজনও। সবার সহযোগিতায় ঝোপ থেকে উদ্ধার করেন যন্ত্রণায় ছটফট করতে থাকা একটি কুকুরকে।

এই ঘটনা ঘটেছে দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী সাইডিংবাজার এলাকায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে। ঘটনাটি চেয়ারম্যান নিজেই জানিয়েছেন নিউজবাংলাকে।

তিনি বলেন, ‘রাতে ফোন পেয়ে আমি কাঁঠালতলী এলাকায় যাই। দেখি দুটি কুকুর মোটামুটি স্বাভাবিক হয়েছে। একটি কুকুর তীব্র যন্ত্রণায় গিয়ে ঝোপের মধ্যে লুকিয়েছে। সেখানে একটি তারের মধ্যে আটকা পড়েছে। এটিকে বাঁচাতে প্রাণিসম্পদ অফিসে কল দিই। পাশাপাশি ফায়ার সার্ভিসে কল দিই।

‘রাত ৪টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন। এর মধ্যে আমি স্থানীয়দের সহায়তায় কুকুরটিকে উদ্ধার করি। কুকুরগুলোর যন্ত্রণা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ভেতরটা হাহাকার করে উঠেছে। এটিকে বাঁচানোর চেষ্টা করেছি। সবার চেষ্টায় সকালে (শুক্রবার) কুকুরটি উঠে দাঁড়িয়েছে। এরপর প্রাণিসম্পদ থেকে লোকজন এসেছেন।’

চেয়ারম্যান এনাম জানান, রাতে ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় এক পথচারী কুকুরগুলোর অবস্থা দেখে তাকে ফোন করেছিলেন।

স্থানীয় সাঈব আহমদ ইয়াছের বলেন, ‘কাঁঠালতলী এলাকায় ৮-১০টি কুকুর আছে। কুকুরগুলো অনেকটা শান্ত স্বভাবের। রাতে কুকুরগুলো দল বেঁধে ঘুরে বেড়ায়। এলাকা পাহারা দেয়। এর মধ্যে কয়েকটি কুকুরকে কে বা কারা বিষ খাইয়েছে। কাল রাতে আরও কয়েকটি কুকুরকে বিষ খাওয়ানো হয়েছে বলে জেনেছি।

‘এর মধ্যে তিনটি কুকুর রাস্তার পাশে ছটফট করছিল। কেউ একজন ফোন করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়। রাতে আমিও কুকুরগুলো দেখেছি রাস্তার পাশে যন্ত্রণায় ছটফট করছে। দুটি মোটামুটি সুস্থ হলেও এগুলো হয়তো মারা যাবে বলে মনে হচ্ছে। কারণ একটি কুকুর মারা গেছে। এটিকেও বিষ খাওয়ানো হয়েছে বলে শুনছি এখন। এটি মরে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।’

তবে কুকুরগুলোকে বিষ খাওয়ানো হয়েছে কি না, কারা এ কাজ করেছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি।

এ বিভাগের আরো খবর