লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় সপ্তম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে গিয়ে ধরা খেলেন রতন মিয়া নামে এক যুবক। তাকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামে বাল্যবিয়ের তথ্য পেয়ে বিয়েবাড়িতে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। সেখানে বর রতন মিয়াকে ধরে তিন মাসের কারাদণ্ড দেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন।
ইউএনও নিউজবাংলাকে এসব তথ্য জানান।
২০ বছর বয়সী রতন মিয়া পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার বাসিন্দা।ইউএনও বলেন, ‘পশ্চিম সারডুবী এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে- এমন তথ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়েবাড়ির সবাই পালিয়ে যান। তবে বর রতন মিয়াকে আটক করে গ্রাম পুলিশ।
‘এ সময় রতনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কনের বাবা ও মাকে ইউএনও অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দিই।’
হাতীবান্ধা থানার উপসহকারী পরিদর্শক (এসআই) কমল জানান, দুপুরের পর রতন মিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।