চীন, ইতালির পর এবার নেপাল সফরেও কেন্দ্রের বাধার মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র না মেলায় প্রতিবেশী দেশটিতে সফরে যাওয়া হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মুখ্যমন্ত্রীকে নেপালের জাতীয় কংগ্রেসের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও নেপাল জাতীয় কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দিউবা।
সূত্রের খবর, ১০ থেকে ১২ ডিসেম্বরের ওই সম্মেলনে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না মেলায় নেপাল যাওয়া হচ্ছে না তার।
এর আগে রোমের সান্তিয়াগোয় অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে ভারত থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু অক্টোবরের ওই সফরেও কেন্দ্রের অনুমতি না পাওয়ায় যাওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতার। ওই সময় বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমাকে হিংসে করে বলেই আটকানো হলো।’
মমতার নেপাল সফর বাতিল নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।