চট্টগ্রামের মীরসরাইয়ে মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে র্যাব।
গণমাধ্যমকে শুক্রবার সকালে এ তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তার নেতৃত্বে ইছাখালী ইউনিয়নের ইকোনোমিক জোনের ২ নম্বর প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন, বান্দরবানের লামা উপজেলার শরীফুল ইসলাম ও খুলনার দাকোপ থানার মো. রিপন।
লে. কর্নেল এমএ ইউসুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ওই কারখানায় দেশীয় মদ তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে মাটির নিচে সংরক্ষণ করা ১০ হাজার লিটার মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।
উদ্ধার করা চোলাই মদের দাম প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক আইনে জোরারগঞ্জ থানায় মামলা করা হবে। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।