আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২১ উদযাপন করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি)। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে গত বুধবার আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র উপদেষ্টা অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক উপস্থিত ছিলেন।
একটি উন্নত বিশ্ব গড়তে শিক্ষার্থীদের মানবিক গুণাবলি নিয়ে কাজ করার আহ্বান জানান তারা।
‘সবাই মানুষ, সবাই সমান’ স্লোগান সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সিইউবির আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. সানজাদ শেখসহ অন্য শিক্ষকরা বক্তব্য দেন। দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি তারা বছর ধরে মানবাধিকার দিবসের চেতনা বহন করার আহ্বান জানান।
সিইউবির আইন বিভাগের উপদেষ্টা ড. মো. নাজমুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজনটি।