বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এইচএসসির ষষ্ঠ দিনে অনুপস্থিত সাড়ে ১৭ হাজার

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২১ ২০:৫৬

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজার ৩৯৮ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ২১ জন। দুই শিফটে মোট ১৭ হাজার ৪১৯ জন অনুপস্থিত ছিল।

এইচএসসি পরীক্ষার ষষ্ঠ দিনে দেশের ৯টি শিক্ষা বোর্ডে সাড়ে ১৭ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এ ছাড়া এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বিকেলের শিফটের পরীক্ষায় বরিশাল বোর্ডের ১ ও কুমিল্লা বোর্ডের ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজার ৩৯৮ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ২১ জন। দুই শিফটে মোট ১৭ হাজার ৪১৯ জন অনুপস্থিত ছিল।

বৃহস্পতিবার সকালে হয়েছে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি ও ইতিহাস প্রথম পত্র পরীক্ষা। এতে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত থাকে ২ হাজার ৪৫৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৮৫২, রাজশাহী বোর্ডে ১৬২৪, বরিশাল বোর্ডে ৯২২, সিলেট বোর্ডে ৮৯৩, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯১৩, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩৮২, ময়মনসিংহ বোর্ডে ৬৯৮ এবং যশোর বোর্ডে ১ হাজার ৬৫৫ জন।

বিকেলে হয়েছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, ফিন্যান্স, ব্যাকিং ও বিমা প্রথম পত্র পরীক্ষা। এতে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত থাকে ১ হাজার ৫৫০ জন, চট্টগ্রাম বোর্ডে ৫৪৭, রাজশাহী বোর্ডে ৫১৩, বরিশাল বোর্ডে ৩৭৬, সিলেট বোর্ডে ১৮৬, দিনাজপুর বোর্ডে ৪৮২, কুমিল্লা বোর্ডে ৭৯১, ময়মনসিংহ বোর্ডে ১৮০ এবং যশোর বোর্ডে ৩৯৬ জন।

সাধারণত প্রতিবছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমের জন্য নিবন্ধন করেছে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এদের মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন।

এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষার জন্য নিবন্ধন করেছে ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৫ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও দেড় লক্ষাধিক শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না। মোট ১ লাখ ৬৩ হাজার ৩৭১ জন পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেনি। সে হিসাবে ১১ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক স্তর থেকে ঝরে পড়েছে।

দেশে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২ হাজার ৬২১টি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হচ্ছে। ফরম পূরণের পরও প্রতিটি পরীক্ষাতেই অনুপস্থিতির সংখ্যা সাড়ে তিন হাজার থেকে আট হাজার পর্যন্ত। বিপুলসংখ্যক পরীক্ষার্থীর এ ধারাবাহিক অনুপস্থিতির কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেননি শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এ বিভাগের আরো খবর