বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রধানমন্ত্রীর এমন বক্তব্য আশা করিনি: ফখরুল

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২১ ১৭:২০

আগের দিন যুবলীগের এক আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, ‘এরা আমাদের কাছ থেকে কী আশা করে? আমরা যতটুকু দিয়েছি, তাকে যে বাসায় থাকতে দিয়েছি, তাকে যে ইচ্ছেমতো হাসপাতালে নিচ্ছে, চিকিৎসা করাচ্ছে- এটাই কি যথেষ্ট না? এটাই কি অনেক বড় উদারতা আমরা দেখাইনি? সেটা তো দেখিয়েছি, আর কত? ১৯৪৪ সালে যদি তার জন্ম হয়, তাহলে তার বয়স কত? সেটাও তো দেখতে হবে।’

বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে না দেয়ার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন, তা তার কাছ থেকে আশা করেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সরকারপ্রধানের বক্তব্যের প্রসঙ্গ টেনে পরদিন এক আলোচনায় এ কথা জানান তিনি।

ফখরুল বলেন, “কী দুর্ভাগ্য আমাদের! জোর করে ক্ষমতা দখল করে দেশ চালাচ্ছেন। তিনি বলছেন, ‘অনেক মানবতা দেখিয়েছি। আর কত মানবতা দেখাব।’ এটা কোনো সভ্য দেশের নেতার কাছ থেকে আশা করা যায় না।”

আগের দিন যুবলীগের এক আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, ‘এরা আমাদের কাছ থেকে কী আশা করে? আমরা যতটুকু দিয়েছি, তাকে যে বাসায় থাকতে দিয়েছি, তাকে যে ইচ্ছেমতো হাসপাতালে নিচ্ছে, চিকিৎসা করাচ্ছে- এটাই কি যথেষ্ট না? এটাই কি অনেক বড় উদারতা আমরা দেখাইনি? সেটা তো দেখিয়েছি, আর কত? ১৯৪৪ সালে যদি তার জন্ম হয়, তাহলে তার বয়স কত? সেটাও তো দেখতে হবে।’

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপি নেত্রীকে প্রধানমন্ত্রী কারাগার থেকে বের করে বাসায় থাকার সুযোগ দেন তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে। ২০২০ সালের মার্চে এই উদ্যোগের শর্ত ছিল, দেশের বাইরে যেতে পারবেন না খালেদা জিয়া।

তবে গত এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর এক দফা এবং সম্প্রতি তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর আবার খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সুযোগ দেয়ার দাবি করছে বিএনপি।

ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আগেই বলেছি তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসা দরকার এবং সেই চিকিৎসা এই দেশে সম্ভব হচ্ছে না। আমরা বলেছি, যে ডাক্তার সাহেবরা যারা তার চিকিৎসা করছেন তারা বলেছেন, যে টেকনোলজিতে চিকিৎসা করা দরকার সেই টেকনোলজি এখানে নেই। সুতরাং তাকে অবিলম্বে কালবিলম্ব না করে বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো দরকার।’

বিএনপি নেতা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এক যুগে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণভাবে বদলে গেছে। এখানে এখন সত্য সুন্দর বলতে কিছু নেই, ন্যায় বলতে কিছু নেই। এখানে এখন ভয়াবহ প্রতিহিংসা, ভয়াবহ অন্যায়-অত্যাচার-নির্যাতন-মাসল (পেশি) ছাড়া আর কিছু নেই।

বর্তমান সময়কে ‘দুঃসময়’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি একদিন অন্ধকার কেটে যাবে, অবশ্যই একদিন নতুন সূর্যের উদয় হবে, অবশ্যই একদিন চৌধুরী কামাল ইবনে ইউসুফের মতো (প্রয়াত বিএনপি নেতা) মানুষেরা আমাদের সামনে এসে দাঁড়াবেন, অবশ্যই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ’র উদ্যোগে এই আলোচনা সভা হয়।

২০২০ সালের ৯ ডিসেম্বর করোনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান।

সংগঠনের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জহিরুল হক শাহজাদা মিয়া, ইসমাইল জবিহউল্লাহ, খায়রুল কবির খোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাদের গনি চৌধুরীও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রয়াত নেতার সহধর্মিণী চৌধুরী শায়লা কামাল, তার কন্যা নায়াব ইউসুফসহ বিএনপি ও ফরিদপুরের জেলা নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর