বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জন্ম নিল দুই পায়ের বাছুর

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২১ ১৫:৩৩

দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান নিউজবাংলাকে বলেন, ‘বিরল বাছুর প্রসব এটি প্রকৃতির নিয়ম। মেডিক্যালের ভাষায় এটিকে কনজেনিটাল এনোমালিস বলা হয়। এটি জিনগত একটি কারণ। তবে সঠিকভাবে মায়ের দুধ পেলে বাছুরটি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।’

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই পায়ের একটি বাছুরের জন্ম হয়েছে।

উপজেলার কানাইডাঙ্গা গ্রামের বাসিন্দা শরিফ উদ্দিনের খামারে বৃহস্পতিবার সকালে এ বাছুরের জন্ম হয়।

বিষয়টি জানাজানি হলে এলাকায় হইচই পড়ে যায়। বাছুরটি দেখতে শরিফ উদ্দিনের বাড়িতে ছুটে যাচ্ছে এলাকার শত শত মানুষ।

নিউজবাংলাকে খামারি শরিফ উদ্দিন বলেন, ‘আমি দীর্ঘ ২৫ বছর ধরে গরু লালন-পালন করে আসছি। আমার গোয়ালে তিনটি পাকিস্তানি জাতের গরু রয়েছে। আজ সকালে একটি গাভি দুই পা-বিশিষ্ট বাছুর জন্ম দেয়।

‘গাভিটি বাচ্চা প্রসব করার সময় প্রথমে বাছুরটির দুটি পা বেরিয়ে আসে। বাকি অংশ বের না হওয়ায় পশু চিকিৎসকদের খবর দেয়া হয়। তারা এসে বেশ কিছুক্ষণ চেষ্টা করে বাছুরটিকে বের করেন। এতে গাভিটি অসুস্থ হয়ে পড়ে। তবে বাছুরটি সুস্থ আছে। এ ধরনের ঘটনা এই প্রথম দেখলাম।’

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান নিউজবাংলাকে বলেন, ‘বিরল বাছুর প্রসব এটি প্রকৃতির নিয়ম। মেডিক্যালের ভাষায় এটিকে কনজেনিটাল এনোমালিস বলা হয়। এটি জিনগত একটি কারণ। তবে সঠিকভাবে মায়ের দুধ পেলে বাছুরটি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।’

এ বিভাগের আরো খবর