রাজধানীর বিজয় সরণি মোড়ের পাশে ট্রাকচাপায় নাঈম হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। রাত আড়াইটায় ২৭ বছর বয়সী নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত অবস্থায়ই তাকে হাসপাতালে আনা হয়েছে।
নিহতের বোনজামাই আতাউর রহমান বলেন, নাঈম একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। রাতে সে বন্ধুর মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল। বিজয় সরণি মোড়ে এলে বেপরোয়া ট্রাক তাদের দুজনকে চাপা দেয়। এতে নাঈমের কোমরের ওপর দিয়ে ট্রাক চলে যায়। তার বন্ধুও আহত হয়। তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। নাঈম দক্ষিণখান পশ্চিম মোল্লারটেক এলাকায় থাকতেন।
ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।