পেটের ভেতর ইয়াবা বহনকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের এক যাত্রীকে আটক করেছে পুলিশ। পরে তার পাকস্থলী থেকে বের করা হয়েছে ২ হাজার ৩৫ পিস ইয়াবা।
বুধবার কক্সবাজার থেকে ঢাকায় আসা একটি অভ্যন্তরীণ ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তিনি বলেন, সঞ্জয় কুমার নামে নভোএয়ারের VQ 934 ফ্লাইটের এক যাত্রীকে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তিনি মাদকসংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এক্স-রে পরীক্ষা করলে তার পাকস্থলীতে ইয়াবার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এরপর অভিযুক্ত ব্যক্তি নিজেই প্রাকৃতিক কার্যের মাধ্যমে ২ হাজার ৩৫ পিস ইয়াবা বের করে আনেন।
যাত্রী সঞ্জয় কুমার জানান, তিনি কক্সবাজারের শফিকের কাছ থেকে এই ইয়াবা সংগ্রহ করেন এবং ঢাকায় মো. আরমান নামে এক ব্যক্তিকে ইয়াবার এই চালান পৌঁছে দেয়ার কথা ছিল।
ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।