যৌথ প্রশিক্ষণ ও মহড়া ‘কো-অপারেশন এফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (কারাত)’-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ইউএসএস তোলসা। মহড়া শেষে জাহাজটি ১১ ডিসেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে বলে জানা গেছে।
জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে বুধবার দুপুরে এসে পৌঁছায়। সফরকারী জাহাজটি বন্দর জেটিতে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী সেটিকে স্বাগত জানান।
জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছার মুখে নৌবাহিনীর একটি সুসজ্জিত বাদকদল রীতি অনুযায়ী বাদ্য পরিবেশন করে ইউএসএস তোলসাকে স্বাগত জানায়।
নৌবাহিনী জানায়, বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজটির অধিনায়ক কমান্ডার উইলিয়াম ডিভোর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করবেন। তিনি চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক এবং কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও জাহাজটির অধিনায়ক বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) চট্টগ্রামের বানৌজা ঈসা খানের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্সে (এসএমডব্লিউটি) মহড়া সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন।
গত ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর হেলিকপ্টার এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান, প্রত্যয়, দূর্জয় এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট (এমপিএ) অংশ নেয়।
যৌথ এ প্রশিক্ষণ মহড়ার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করা।