বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাওনা টাকা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২১ ১৮:০১

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, হামলার পর আব্দুস সামাদের বড় ভাই খালিলুর রহমান মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলাটি বুধবার হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

নাটোরের বড়াইগ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

নিউজবাংলাকে বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ৬০ বছর বয়সী আব্দুস সামাদ উপজেলার গুনাইহাটি গ্রামের বাসিন্দা।

হামলার পর আব্দুস সামাদের বড় ভাই খালিলুর রহমান মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম থানায় দুজনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন।

পুলিশ কর্মকর্তা আব্দুর রহিম জানান, বেশ কিছুদিন ধরে পাওনা টাকা নিয়ে আব্দুস সামাদের সঙ্গে প্রতিবেশী এহিয়া উদ্দিনের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একা পেয়ে সামাদকে লোহার রড ও বাঁশ দিয়ে এহিয়া ও তার ছেলে জাহাঙ্গীর হোসেন মারপিট করে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার ভোর চারটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আব্দুর রহিম জানান, হামলার পর আব্দুস সামাদের বড় ভাই খালিলুর রহমান মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলার আসামি এহিয়া উদ্দিন ও তার ছেলে জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ।’

এ বিভাগের আরো খবর