রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট- এটিইউ।
মঙ্গলবার বিকেলে আকরামুজ্জামান ওরফে আবু আসেম আল মাহদি নামে এই যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি পটুয়াখালীর কোটালীপাড়ায়।
বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান।
তিনি জানান, আকরামুজ্জামান মোহাম্মদপুরের জামিয়া আশরাফিয়া আরাবিয়া মাদ্রাসা ঢাকা থেকে দাওরাহ্ পাস করেছেন। তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এটিইউ জানায়, আকরামুজ্জামান ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ প্রচার করছিলেন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট-বক্তব্য দিতেন।
এ ছাড়া নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে ‘আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)’ এর পক্ষে সদস্য সংগ্রহের কাজ করছিলেন আকরামুজ্জামান।
গ্রেপ্তার আকরামুজ্জান উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদে আহ্বান করছিলেন।
তার বিরুদ্ধে মানিকগঞ্জের শিবালয় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।