বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাবজি-ফ্রি ফায়ার বন্ধে ফের আইনি নোটিশ

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২১ ২১:৪৭

রিটে বলা হয়, টিকটক, বিগো লাইভ, পাবজি এবং ফ্রি ফায়ার-এর মতো গেমগুলোতে বাংলাদেশের যুবসমাজ এবং শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। এর ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হয়ে পড়ছে মেধাহীন। এসব গেমস যেন যুবসমাজকে সহিংসতা প্রশিক্ষণের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এসব বন্ধ করা উচিত।

পাবজি ও ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক অনলাইন গেমস বন্ধে হাইকোর্টের আদেশ পরিপূর্ণভাবে প্রতিপালন না করায় আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মো. মাজেদুল কাদের এ নোটিশ পাঠান।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, গ্রামীণফোন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, রবি আজিয়াটা লিমিটেডের সিইও এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম রিয়াজ রশিদ, বাংলালিংকের সিইও এরিক অ্যাস ও টেলিটক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

আইনজীবী হুমায়ন কবির পল্লব বলেন, ‘পাবজি-ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক অনলাইন গেমসগুলো বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু এখনও এসব গেম পুরোপুরি বন্ধ হয়নি। আদালতের আদেশ সঠিকভাবে প্রতিপালন না করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আদালত অবমাননার নোটিশ জারি করা হয়েছে।’

তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আদালতের আদেশ প্রতিপালন করে আইনজীবীকে লিখিতভাবে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে নোটিশে। অন্যথায় আদালত অবমাননার মামলা করা হবে।

এর আগে গত ১৯ জুন অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মতো সব ধরনের অনলাইন গেমস এবং অ্যাপস বন্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এ দুই আইনজীবী।

পরে হাইকোর্টে দায়ের এক রিটে বলা হয়, টিকটক, বিগো লাইভ, পাবজি এবং ফ্রি ফায়ার-এর মতো গেমগুলোতে বাংলাদেশের যুবসমাজ এবং শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। এর ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হয়ে পড়ছে মেধাহীন। এসব গেমস যেন যুবসমাজকে সহিংসতা প্রশিক্ষণের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এসব বন্ধ করা উচিত।

এরপর হাইকোর্ট অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, লাইকি, পাবজি, ফ্রি ফায়ার গেমসহ সব ধরনের ক্ষতিকর অ্যাপস বন্ধের আদেশ দেয়। এ বিষয়ে বিটিআরসি কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা জানতে চায় হাইকোর্ট।

তবে সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও দেশে পুরোপুরি বন্ধ হয়নি পাবজি, ফ্রি ফায়ার গেমসহ সব ধরনের ক্ষতিকর অ্যাপস। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা জানাচ্ছে বিটিআরসি।

এ বিভাগের আরো খবর