বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুরাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২১ ২০:৫৫

বিএনপি নেত্রী ও তার নাতনিকে নিয়ে করা বক্তব্য নিয়ে তুমুল সমালোচনার মধ্যেই পরদিন মুরাদ আরও একটি অনলাইন সাক্ষাৎকারে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। এসব ঘটনায় মন্ত্রিত্ব হারানোর পর এই প্রথম তার বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়ল।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাচ্ছিল্য করা এবং এই প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ এনে সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার।

মঙ্গলবার সন্ধ্যা সাতটা বিশ মিনিটে শাহবাগ থানায় উপস্থিত হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তিনি এই অভিযোগ জমা দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার জানান, অভিযোগটি তারা সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছেন। এখন এটি সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে। তারা তদন্ত করে ব্যবস্থা নেবে।

একটি অনলাইন সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার নাতনি জাইমা রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দেয়ার ঘটনায় তুমুল সমালোচিত মুরাদ আহমেদের আরও বেশ কিছু আপত্তিকর বক্তব্য এসেছে।

বিএনপি নেত্রী ও তার নাতনিকে নিয়ে করা বক্তব্য নিয়ে তুমুল সমালোচনার মধ্যেই পরদিন তিনি আরও একটি অনলাইন সাক্ষাৎকারে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন।

এর মধ্যে চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহির সঙ্গে তার টেলিফোনালাপের একটি রেকর্ড ছড়িয়ে গেছে অনলাইনে, যা আরও সমালোচনার মুখে ফেলে মুরাদকে। তিনি মাহিকে তার কাছে যেতে বলেন। না গেলে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তুলে আনার হুমকি দেন। এমনকি মাহিকে ধর্ষণের ইচ্ছাও প্রকাশ করেন।

এসব ঘটনায় মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে তিনি নির্দেশ পালন করেছেন। তবে এখন তার সাজার দাবি উঠেছে। বিএনপির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।

এর মধ্যে এই প্রথম আইনি পদক্ষেপ নিলেন বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সিজার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক।

অভিযোগে সিজার লিখেন, গত ৫ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ২৬নং রুমে বসে একটি বিকৃত ও বিদ্বেষমূলক বক্তব্যের ভিডিও ক্লিপ দেখতে পান। এতে মুরাদ হাসান বলেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্রাব করার সময়ও আমার নাই।’

দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে মুরাদ ইচ্ছা করেই তাচ্ছিল্য করেছেন বলেও মনে করছেন সিজার।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীরা রাতে নিজের হলে অবস্থান না করে বিভিন্ন পাঁচ তারকা হোটেলে রাত যাপন করে’ বলে মুরাদ যে বক্তব্য রেখেছেন তার মাধ্যমে নারী শিক্ষার্থীদেরকে চরিত্র হননের অপচেষ্টা হয়েছে বলেও উল্লেখ করা হয় অভিযোগে।

সিরাজ লেখেন, ‘আমরা মনে করি, যে কোনো বিদ্যাপীঠই পবিত্র স্থান এবং একজন নাগরিকের চারিত্রিক বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে একটি সীমারেখা রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব। তাই উক্ত দুটো মন্তব্যের মাধ্যমে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরং বিদ্যাপীঠের প্রতি তীব্র অশ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে মধ্যযুগীয় কায়দায় ঘৃণার রাজনীতি করার অপপ্রয়াস দেখিয়েছেন।’

অভিযোগে বলা হয়, নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচারমূলক বক্তব্য দিয়ে তাদের চরিত্র হননের অপচেষ্টা করে নারীর রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিরোধিতা করেছেন সংসদ সদস্য মুরাদ হাসান।

সিজার নিউজবাংলাকে বলেন, ‘তিনি (মুরাদ) ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাচ্ছিল্য করেছেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সকল শিক্ষা প্রতিষ্ঠানই পবিত্র স্থান। সেটাকে নিয়ে এভাবে যদি কেউ তাচ্ছিল্য করে তাহলে তার বিচার হওয়া উচিত।’

এ বিভাগের আরো খবর