ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর ও দুটিতে আগুন দেয়া হয়।সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সারুটিয়ার বর্তমান চেয়ারম্যান ও পঞ্চম ধাপের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদুল হাসান মামুনের সমর্থকরা বিকেলে কাতলাগাড়ী বাজারে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপুর নির্বাচনি ক্যাম্পের সামনে দুই পক্ষের তর্ক বাধে। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের তিনজন আহত হন।
এ সময় মাহমুদুলের পক্ষের একটি মোটরসাইকেল ভাঙচুর ও দুটিতে আগুন দেয়া হয়।নৌকার প্রার্থী মাহমুদুল বলেন, ‘মনোনয়ন ফরম নিয়ে ঝিনাইদহ থেকে বিকেলে কাতলাগাড়ী বাজারে পৌঁছালে জুলফিকারের লোকজন আমাদের ওপর হামলা চালান।’
স্বতন্ত্র প্রার্থী জুলফিকার বলেন, ‘তারা মোটরসাইকেলের বহর নিয়ে আমার অফিসের সামনে এসে গালিগালাজ শুরু করেন। তাদের উসকানিমূলক কার্যক্রমের জন্য সংঘর্ষের ঘটনা ঘটেছে।’শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাতলাগাড়ী বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।
পঞ্চম ধাপে শৈলকুপার সারুটিয়া ইউনিয়ন পরিষদে ভোট ৫ জানুয়ারি।