বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুরাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বিএনপি

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২১ ১৯:১৯

বিএনপির নীতি নির্ধারণী সভা মনে করে, এই ধরনের নারীবিদ্বেষী, বর্ণবাদী, সমাজবিরোধী ও সংবিধানবিরোধী এই বক্তব্যের মাধ্যমে সমগ্র নারী সমাজ ও মানবতাকে হেয় করা হয়েছে। দলটি বলেছে, তাকে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সভায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে হারানো মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তাকে ২৪ ঘণ্টার মধ্যে জনগণের কাছে ক্ষমা চাওয়ার সময়ও বেঁধে দেয়া হয়েছে।

গত শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে মঙ্গলবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

তিনি জানান, স্থায়ী কমিটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে মুরাদ হাসানের বক্তব্যকে ‘চরম অশালীন, অরুচিকর সকল রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচার বিবর্জিত, সম্মানহানিকর, কুৎসিত’ উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ করেছে।

বিএনপির নীতি নির্ধারণী সভা মনে করে, এই ধরনের নারীবিদ্বেষী, বর্ণবাদী, সমাজবিরোধী ও সংবিধানবিরোধী এই বক্তব্যের মাধ্যমে সমগ্র নারী সমাজ ও মানবতাকে হেয় করা হয়েছে।

এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুরাদ হাসাদ পদত্যাগ করলেও তাকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদ ও মন্ত্রিসভা থেকে অপসারণে শনিবারের দাবি মঙ্গলবার তুলে ধরেন ফখরুল।

তিনি বলেন, ‘তাকে (মুরাদ) প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সভায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।’

সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচি ঠিক করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী ১৪ ডিসেম্বর সকাল ৯টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং সুবিধামতো সময়ে আলোচনা সভা করা হবে।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভোরে সুর্যোদয়ের সময় সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সাড়ে ১০ টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বিজয় মিছিল এবং আলোচনা সভার সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় কার্যালয় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।

মির্জা ফখরুল জানান, আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের জন্য দলের ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এর মানবাধিকার বিষয়ক কমিটি’কে দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর