মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক ও একটি ৭৫/২৪ মিমি মাউন্টেন হাউটজার গান উপহার হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে দিল্লি।
বেনাপোল বন্দরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব হস্তান্তর হয়।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষে কর্নেল বিতিয়নের কাছ থেকে উপহার গ্রহণ করেন বাংলাদেশের সেনাবাহিনীর কর্নেল আশরাফ।
তিনি জানান, ট্যাংকটি যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে নেয়া হবে। আর মাউন্টেন হাউটজার গানটি যাবে ঢাকা সেনানিবাসে।
১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশের পক্ষে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে ভারত। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সমন্বয়ে গঠিত মিত্রবাহিনীর কাছে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী।
এর আগে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ভারতীয় বিমানবাহিনীর একটি হকার হান্টার যুদ্ধবিমান বাংলাদেশকে উপহার দিয়েছিল ভারত। এটি রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে রয়েছে।