মুরাদ হাসানের তথ্য প্রতিমন্ত্রীর, জাহাঙ্গীর আলমের গাজীপুরের সিটি মেয়রের পদ হারানোর মধ্য দিয়ে আওয়ামী লীগ জনগণকে ‘পরিষ্কার বার্তা’ দেয়া হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। মুরাদকে নিম্নরুচির ব্যক্তি উল্লেখ করে বলেছেন, দল থেকে তাকে বহিষ্কারে তিনি নিজে সুপারিশ করবেন।
মুরাদ পদত্যাগপত্র জমা দেয়ার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মুরাদের কথা উল্লেখ করে হানিফ বলেন, ‘প্রতিমন্ত্রীর পদ থেকে তাকে সরানো হয়েছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার, কিন্তু আমরা যারা দল করি, আমি মনে করি এমন নিম্নরুচির ব্যক্তি, সংগঠনের কোনো দায়িত্বশীল পদে থাকার কোনো সুযোগ নেই, সেই যোগ্যতা তিনি হারিয়েছেন।
‘আগামী কার্যনির্বাহী সংসদেই এই ব্যক্তি যে কোনো দলীয় পদেই থাকুক না কেন, তাকে এই পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেয়ার জন্য সুপারিশ করব।
সম্প্রতি একটি অনলাইন টকশোয় এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য দেন।
এ নিয়ে তুমুল আলোচনার মধ্যেই ফেসবুকে একটি টেলিফোনালাপ ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, এটি মুরাদের। সেখানে শোনা যায়, তিনি একজনকে ফোন করে এক চিত্রনায়িকাকে তার কাছে যেতে বলেন। এই কথোপকথনে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।
অনলাইন সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর পদত্যাগ করা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, তিনি যা বলেছেন, তার জন্য দুঃখিত নন। বক্তব্য প্রত্যাহার করবেন না। আর সমালোচনা তিনি গায়ে মাখেন না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগ করতে বলার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নারীদের কাছে ক্ষমা চান মুরাদ হাসান।
হানিফ বলেন, ‘কিছুদিন আগে গাজীপুরের মেয়রকে কিন্তু অব্যাহতি দেয়া হয়েছে। দল থেকেও বহিষ্কার করা হয়েছে। এর মধ্য দিয়ে একটি বার্তা পরিষ্কারভাবে দেয়া হচ্ছে, আওয়ামী লীগের জন্য শেখ হাসিনা ছাড়া কোনো ব্যক্তি অপরিহার্য নয়।’
মুরাদের ভাষা শুনে বিস্মিত হওয়ার কথাও বলেছেন হানিফ। বলেন, 'আমি অবাক হয়ে যাই যে একজন দায়িত্বশীল ব্যক্তি এমন নিম্নরুচির কথাবার্তা কীভাবে বলেন! জনগণ এটা শুনতে চায় না।’
তিনি বলেন, ‘আমরা সংগঠন করি। তাই নীতি-নৈতিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা সমাজের প্রতিনিধিত্ব করি। সমাজের প্রতি আমাদের দায় আছে। মানুষ প্রত্যাশা করে, যারা দায়িত্বশীল পদে থাকে তারা ভালো কাজ করবে, ভালো কথা বলবে। কিন্তু আমরা অনেক সময় নৈতিকতার স্খলন দেখি।‘
হানিফ কথা বলছিলেন তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবি নিয়েও কথা বলেন।
বিএনপির নেতারা প্রতিদিন নাটক করছেন উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘প্রতিদিন প্রেসক্লাবের সামনে নাটক দয়া করে বন্ধ করুন।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজিম উদ্দিনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।