নৌপথে যোাগযোগ, নিরাপদ ও শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা এবং কোভিড ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে ঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সংবাদমাধ্যমকে জানান, আলোচনায় দুই দেশ সড়ক ও রেল যোগাযোগের সঙ্গে সঙ্গে নৌ যোগাযোগ গুরুত্ব দিয়েছে। এর কারণ হিসেবে ভারতের আগ্রহের কথা বলেন তিনি।
এজন্য পরিবেশগত কারণকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান মাসুদ বিন মোমেন।
অন্যদিকে সীমান্ত ব্যবস্থাপনা কীভাবে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশই এ বিষয়ে একমত হয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব।
তিনি বলেন, ‘কোভিড মহামারি চলছে। আমরা যখন তা নিয়ন্ত্রণে আনতে শুরু করেছি, তখনই ওমিক্রন এলো। হয়ত আরও ভ্যারিয়েন্ট আসবে। এ কথা সত্য, বাংলাদেশ ভালো না থাকলে ভারত ভালো থাকবে না। ভারত না থাকলে বাংলাদেশ থাকবে না। ফলে কোভিড ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হয়েছে।’
এ সময় ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘আলোচনা সম্পর্কে যা বলার সবই আমার কলিগ মোমেন বলেছেন। ভারত ও বাংলাদেশের সম্পর্ক সব লেভেল ও মিথস্ক্রিয়াকে ছাড়িয়ে গেছে। আমরা কাল মৈত্রী দিবস পালন করেছি। আমাদের প্রধানমন্ত্রী এবার বাংলাদেশ সফর করেছেন। আবার রাষ্ট্রপতি ঢাকা সফরে আসছেন। এই করোনাকালীন একই বছরে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একই দেশে সফরেরর মতো একটি বিরল ঘটনা হতে যাচ্ছে।’
ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার সকালে দুই দিনের সফরে ঢাকা এসে পৌঁছান। দেশটির রাষ্ট্রপিতি রামনাথ কোবিন্দের সফরকে সামনে রেখে তিনি ঢাকায় এসেছেন।
শ্রিংলা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।