সরকারি তথ্য নিরাপদ রাখতে সমন্বিত ক্লাউড-কম্পিউটিং প্ল্যাটফর্ম স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে সরকারের ডিজিটাল সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশে ডিজিটাল অর্থনীতির পরিবেশ তৈরি করতে প্ল্যাটফর্মটি সহায়তা করবে বলে জানানো হয়েছে।
এ জন্য ‘ডিজিটাল গভর্নমেন্ট ও অর্থনীতি সমৃদ্ধকরণ’ নামের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় সভাপতিত্ব করেন। একনেকের অন্য সদস্যরা শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে সভার অংশে ছিলেন।
একনেক সভার পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘‘আজ মোট ১০টি প্রকল্প অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকারি তথ্য নিরাপদ রাখতে সরকারি সব বিভাগ ও সংস্থার জন্য একটি সমন্বিত ‘ক্লাউড-কম্পিউটিং ডিজিটাল প্ল্যাটফর্ম’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
‘‘প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৪১ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে প্রায় ৯৯ শতাংশ, ২ হাজার ৫০৭ কোটি টাকা জোগান দিচ্ছে বিশ্বব্যাংক। প্রকল্পটির জন্য বাকি ৩৪ কোটি ৫৯ লাখ টাকা দেয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে।’'
ক্লাউড কম্পিউটিং হচ্ছে ডেটা সংরক্ষণের একটি সুরক্ষিত অনলাইন সার্ভার ব্যবস্থা। এ প্রকল্পের আওতায় অনলাইন সার্ভারের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। এসব সার্ভারে অনুমোদিত ব্যবহারকারীরা তাদের যেকোনো দলিল জমা রাখতে পারবেন।
প্রকল্পটি বাস্তবায়ন হলে বছরে প্রায় ২০ কোটি ডলারের সমপরিমাণ বা ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয় সাশ্রয় হবে মনে করে আইসিটি বিভাগ।
এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। প্রকল্পের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলার কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনা নেয়া হবে। ২০২৬ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবে বিসিসি।
নিরাপদে ডেটা সংরক্ষণে নিজস্ব ক্লাউড কম্পিউটিং ছাড়াও প্রকল্পের আওতায় নারীকে অগ্রাধিকার দিয়ে ১ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এ ছাড়া প্রকল্পের আওতায় সরকারের সক্ষমতা বাড়াতে একটি ডিজিটাল লিডারশিপ অ্যাকাডেমি স্থাপন করা হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পের ডিজিটাইজেশন এবং সরকারি ও বেসরকারি খাতের ডিজিটাইজেশনের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানানো হয়।
আইসিটি বিভাগের আরও একটি প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়েছে। ‘জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো মানবসম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্প তৃতীয় দফায় সংশোধন করা হয়েছে। শুরুতে এর ব্যয় ছিল ৪৫ কোটি টাকা, এখন বেড়ে হয়েছে ৭০ কোটি টাকা।