বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফরেন চেম্বারের নতুন সভাপতি নাসের এজাজ

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২১ ০০:৫৮

নাসের এজাজ বিজয় বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই লগ্নে, আমরা নিজেদের ইতিহাস ও পরবর্তী অধ্যায় রচনার সুযোগ পেয়েছি। আমাদের আগামী দিনের সফলতার মূল ভিত্তি হবে দেশি ও বিদেশি উভয় ধরনের বিনিয়োগ আকর্ষণ ও তার বিকাশ। চেম্বারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ মিশন পরিচালনার দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত। আমি আমার পূর্বসূরির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) নতুন সভাপতি হয়েছেন নাসের এজাজ বিজয়। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইউনাইটেড ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিল কোপল্যান্ড।

রোববার রাজধানীর একটি হোটেলে এফআইসিসিআইয়ের ৫৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতি, সহসভাপতিসহ ২০২২-২৩ মেয়াদের নতুন নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফআইসিসিআইর নতুন সভাপতি নাসের এজাজ বিজয় ২৯ বছর ধরে এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যুক্ত আছেন। বর্তমানে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি দ্য ডিউক অব এডিনবরা অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড; মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং ব্রিটিশ বিজনেস গ্রুপেও (বিবিজি) কাজ করেন।

সহসভাপতি নিল কোপল্যান্ড ইউনাইটেড ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল গ্রুপের সদস্য। ভারতের কলকাতায় তার জন্ম ও বেড়ে ওঠা। এখন পর্যন্ত বিশ্বের ১৭টি দেশে থেকেছেন। তিনি দীর্ঘদিন জেটিআইয়ের জন্য কাজ করেছেন। রোমানিয়া, পোল্যান্ড, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

নাসের এজাজ বিজয় বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই লগ্নে, আমরা নিজেদের ইতিহাস ও পরবর্তী অধ্যায় রচনার সুযোগ পেয়েছি। আমাদের আগামী দিনের সফলতার মূল ভিত্তি হবে দেশি ও বিদেশি উভয় ধরনের বিনিয়োগ আকর্ষণ ও তার বিকাশ। চেম্বারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ মিশন পরিচালনার দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত। আমি আমার পূর্বসূরির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

নিল কোপল্যান্ড বলেন, ‘গেল বছর এফআইসিসিআইর নির্বাহীর কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর এবার সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়ে সম্মানিত বোধ করছি। নতুন সভাপতি নাসের এজাজ বিজয়ের নেতৃত্বে এবং অত্যন্ত সম্মানীয় একটি নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব। আমাদের সম্মিলিত লক্ষ্য হলো সবার জন্য বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় সম্মুখভাগে থাকা।’

এফআইসিসিআইয়ের বিদায়ী সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘গত দুই বছর এফআইসিসিআয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি গর্বিত। এটি একটি ফলপ্রসূ এবং চমৎকার অভিজ্ঞতা। কার্যনির্বাহী কমিটির সদস্যদের সহায়তায় আমরা মহামারির মধ্যেও বিভিন্ন মাইলফলক অর্জন করতে সক্ষম হয়েছি।

‘আমি নবনির্বাচিত সভাপতি, সহসভাপতি এবং কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানাই। আশা করি, নতুন কমিটি ২০৪১-এর লক্ষ্য পূরণে ও সংগঠনের ভাবমূর্তি সমুন্নত রাখতে সরকারি সংস্থাগুলোর সঙ্গে উন্নত অংশীদারত্ব এবং সহযোগিতার জায়গা অব্যাহত রাখবে।’

এ বিভাগের আরো খবর