বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রধানমন্ত্রীকে বিএনপি নেতাদের ধন্যবাদ

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২১ ২২:৪১

‘আমি আপনার থেকে প্রথম শুনলাম (মুরাদের পদত্যাগের নির্দেশ)। যদি এটি হয়ে থাকে, তাহলে এটি সঠিক কাজ হয়েছে। যদি এই সিদ্ধান্ত তিনি (প্রধানমন্ত্রী) নিয়ে থাকেন, তাহলে আমি বলব বহুদিন পর উনি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওনাকে আমার ব্যক্তিগত জায়গা থেকে ধন্যবাদ জানাই।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার পর ফাঁস হওয়া ফোনালাপে নারীর প্রতি অবমাননাকর মন্তব্য করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির নেতারা।

মুরাদের পদত্যাগের দাবি তোলার কয়েক ঘণ্টার মধ্যেই সরকারপ্রধান এই নির্দেশ দেয়ার পর নিউজবাংলার সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সেলিমা রহমান।

আব্বাস বলেন, ‘আমি আপনার থেকে প্রথম শুনলাম (মুরাদের পদত্যাগের নির্দেশ)। যদি এটি হয়ে থাকে, তাহলে এটি সঠিক কাজ হয়েছে। যদি এই সিদ্ধান্ত তিনি (প্রধানমন্ত্রী) নিয়ে থাকেন, তাহলে আমি বলব বহুদিন পর উনি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওনাকে আমার ব্যক্তিগত জায়গা থেকে ধন্যবাদ জানাই।’

দুই দিন আগে একটি অনলাইন টকশোয় এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য দেন।

এ নিয়ে তুমুল আলোচনার মধ্যেই ফেসবুকে একটি টেলিফোনালাপ ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, এটি মুরাদের। সেখানে শোনা যায়, তিনি একজনকে ফোন করে এক চিত্রনায়িকাকে তার কাছে যেতে বলেন। এই কথোপকথনে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘অসভ্য’ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যও দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকেলে রাজধানীতে এক আলোচনায় বিএনপি নেতাদের তীব্র প্রতিবাদের কয়েক ঘণ্টার মধ্যে সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে সরে যেতে হবে মুরাদকে। প্রধানমন্ত্রীর এই নির্দেশ তাকে জানিয়ে দেয়া হয়েছে।

এই নির্দেশের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস নিউজবাংলাকে বলেন, ‘প্রধানমন্ত্রী একজন নারী, ওনার নিজেরও সন্তান আছে। আমাদেরও সন্তান আছে। আমরা রাজনীতি করি, মাঠেঘাটে মার খাই। কিন্তু আমাদের রাজনীতির বলি কেন আমাদের সন্তানরা হবে?’

বিএনপি নেতা বলেন ‘শুধু আমাদের কথা কেন, এই যে নারী নেত্রীরা এটা নিয়ে সমালোচনা করছেন। সাংবাদিকতার জায়গা থেকে বলুন, যে শব্দ তিনি (মুরাদ) ব্যবহার করেছেন, যে অশ্রাব্য কথা তিনি বলেছেন, সেটা গ্রহণযোগ্য কি না?’

মির্জা আব্বাস এও মনে করেন, মুরাদকে পদত্যাগের জন্য নির্দেশ না দিয়ে তাকে বরখাস্ত করতে পারতেন প্রধানমন্ত্রী। তাহলে তিনি আরও খুশি হতেন বলে জানিয়েছেন বিএনপি নেতা।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান এ প্রসঙ্গে বলেন, ‘ওনার (প্রধানমন্ত্রী) বিবেচনাবোধে ধরেছে, তা থেকে তিনি এটা করেছেন, এ জন্য আমরা খুশি। তাই কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘যে অশ্রাব্য ভাষা এই প্রতিমন্ত্রী ব্যবহার করেছেন, সেটি গ্রহণযোগ্য নয়। রাজনীতি আমিও করি, আমিও একজন নারী, উনিও (প্রধানমন্ত্রী) একজন নারী। আমরা রাজনীতি করব, কিন্তু আমাদের সন্তানরা তো রাজনীতি করে না। আর রাজনীতি করলেই বা কী, রাজনীতির একটা ভাষা আছে। সমালোচনা করার একটা ভাষা আছে। কিন্তু তিনি (মুরাদ) যে ভাষা ব্যবহার করেছেন, সেটি পুরো দেশের জন্য একটি কলঙ্কময়।‘

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওনাকে (মুরাদ) আরও আগেই পদত্যাগ করিয়ে শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল। এখন সেটা হয়েছে, ঠিক আছে, কিন্তু শাস্তির কী হবে?’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছে নিউজবাংলা। তিনি ফোন ধরে প্রশ্ন শুনে বলেন, ‘আমি এই মাত্র ঘরে ফিরেছি। আপনি ৫ মিনিট পরে ফোন দিন।’

তবে ৫ মিনিট পর কল করলে বিএনপি নেতা আর ফোন ধরেননি। একবার কলটি কেটে দেয়া হয়, পরে ফোন বেজে চললেও সেটি আর ধরেননি তিনি।

এ বিভাগের আরো খবর