চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ইম্পেরিয়াল লাউঞ্জ উদ্বোধন করা হয়ে।
সোমবার ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি এর উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউসিবি ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের গ্রাহক এবং ইউসিবি ক্রেডিট কার্ড গ্রহীতারা এই অত্যাধুনিক লাউঞ্জে আতিথ্য গ্রহণ করতে পারবেন।
এসময় ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এম ফারহাদ হোসেন খান, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামানসহ ব্যাংক ও বিমানবন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।