মেহেরপুরের গাংনীতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনার সীমান্তবর্তী এলাকার বড়বলদিয়া গ্রাম থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করে ঝিনাইদহ র্যাব-৬।
গ্রেপ্তার ৪০ বছর বয়সী মোখলেছুর রহমান লাল্টু গাংনী উপজেলার সাহারবাটি বাঙ্গালপাড়া গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফুল আহসান সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বলেন, মামলার একমাত্র আসামি চুয়াডাঙ্গার বড়বলদিয়া গ্রামে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাল্টুকে গ্রেপ্তার করা হয়। তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়ার ওই শিশুটিকে লাল্টু গত ১৭ অক্টোবর ধর্ষণ করেন বলে মামলা করেন শিশুটির মা। এর পর থেকেই আসামি পলাতক ছিলেন বলে জানায় র্যাব।