চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ছয় ঘণ্টার মধ্যে ওমিক্রন টেস্টের ফল জানাবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ।
সোমবার কোরিয়া থেকে কেনা করোনার দ্রুত সংক্রমণশীল ধরন ওমিক্রন টেস্টের ১০০ কিট গ্রহণ করে নিউজবাংলাকে এ কথা জানান তিনি।
দুপুর ১২টার দিকে কিটবাহী গাড়ি বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়।
সিভাসু উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ নিউজবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে ওমিক্রন শনাক্ত করা যাবে এমন ১০০ কিট কোরিয়া থেকে কিনেছি। প্রতিটির দাম পড়েছে ১৭০০ টাকা। একটি কিট দিয়ে একজনের নমুনা পরীক্ষা করা যাবে।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত পৃথিবীর ৬০ দেশে করোনার নতুন এই ধরন শনাক্ত হয়েছে। এটি অতি সংক্রমণশীল। তবে ওমিক্রনে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগকে বলেছি, কেউ বিদেশ থেকে এলে ওমিক্রন আক্রান্তের শঙ্কা থাকলে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা পরীক্ষা করে ছয় ঘণ্টার মধ্যে জানিয়ে দিতে পারব।’
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আয়ের অর্থ থেকে কিটগুলো কেনা হয়েছে। পরীক্ষার মাধ্যমে ওমিক্রনের উপস্থিতি জানা যাবে, তবে বিস্তারিত জানার জন্য জিনোম সিকোয়েন্সিং করতে হবে।