ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে দিনভর নোয়াখালীতে বৃষ্টি ও সমুদ্র উত্তাল থাকায় দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপটি; সেখানকার বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান হাতিয়া বিচ্ছিন্নের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত চলছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় জানমাল রক্ষায় সোমবার সকাল ৬টা থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নৌযানগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
ডিসির নির্দেশ মেনে সোমবার সকাল থেকে হাতিয়ার সঙ্গে ঢাকায় লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রামে স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাটে সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
নোয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।