বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ প্রতিষ্ঠানকে কোভিড পরীক্ষার অনুমোদন

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২১ ১৬:১৩

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘‌স্বাস্থ্য অধিদপ্তর থেকে চারটি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে ল্যাব স্থাপনের জন্য অনুমতি দেয়া হয়েছে। তাদের রোববার চিঠি ইস্যু করা হয়েছে। শিগগিরই প্রতিষ্ঠানগুলো তাদের ল্যাব স্থাপনসহ যাবতীয় কাজ শুরু করবে।’

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষার জন্য বেসরকারি চারটি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সরকার।

নিউজবাংলাকে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হাসান শাহরিয়ার কবীর।

তিনি বলেন, ‘‌স্বাস্থ্য অধিদপ্তর থেকে চারটি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে ল্যাব স্থাপনের জন্য অনুমতি দেয়া হয়েছে। তাদের রোববার চিঠি ইস্যু করা হয়েছে। শিগগিরই প্রতিষ্ঠানগুলো তাদের ল্যাব স্থাপনসহ যাবতীয় কাজ শুরু করবে।’

প্রতিষ্ঠানগুলো হলো প্রেসক্রিপশন পয়েন্ট, ল্যাবএইড লিমিটেড, মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড, শেভরন ক্লিনিক ল্যাবরেটরি, চট্টগ্রাম।

পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। তবে সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে করোনা পরীক্ষার জন্য কোনো ফি নেয়া যাবে না বলে নির্দেশ দেয়া হয়েছে।

রোববার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হাসান শাহরিয়ার কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর