ওসি আমিনুর জানান, রহিমা বেগম তার বাড়ির সামনে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ গাছের ডাল তার মাথায় ভেঙে পড়ে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃষ্টির মধ্যে গাছের ডাল মাথায় পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
উপজেলার ভোলাচং ইউনিয়নের ভোলাচং গ্রামে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত রহিমা বেগম ওই গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী।
স্থানীয়দের বরাতে ওসি জানান, রহিমা বেগম তার বাড়ির সামনে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ গাছের ডাল তার মাথায় ভেঙে পড়ে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, রহিমার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।