নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের সংরক্ষিত নারী আসনে মেম্বার পদে প্রার্থী হয়েছেন ট্রান্সজেন্ডার সবুজ মিয়া।
আসল নাম সবুজ মিয়া হলেও সবুজা নামেই তিনি বেশি পরিচিত। প্রতীক বরাদ্দ না পেলেও এরই মধ্যে নির্বাচনি প্রচার শুরু করেছেন তিনি।
সবুজা রোববার বিকেলে গড়াডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় সবুজার সঙ্গে তার কয়েকজন কর্মী ও সমর্থক ছিলেন। সবুজা ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গড়াডোবা ইউনিয়নের বাশাটি গ্রামের আবুল কালাম ও মরিয়ম বেগম দম্পতির সন্তান সবুজা।
তিনি বলেন, ‘আমার স্বামী, স্ত্রী বা সন্তানসন্ততি নেই। তাই কোনো পিছুটানও নেই। এলাকার মানুষের সেবা করার মতো পর্যাপ্ত সময় এবং মনমানসিকতা আছে আমার। আর এ কারণেই প্রার্থী হয়েছি। আশা করি, ভোটাররা আমাকে সহজভাবে গ্রহণ করবেন। আমি নিজেকে সব সময় দুর্নীতিমুক্ত রাখব।’‘তফসিল ঘোষণার আগে থেকেই নিয়মিত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি’ বলেন সবুজা। বাশাটি গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘সবুজা খুব সহজ সরল মানুষ। এলাকার অনেকে তাকে সমর্থন দিয়েছেন। আশা করি তিনি জয়ী হবেন।’
উপজেলা শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন সবুজার মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সবুজার আগে এ উপজেলায় ট্রান্সজেন্ডার আর কেউ কখনও প্রার্থী হয়েছেন কি না আমার জানা নেই।’ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ জানুয়ারি এ উপজেলার ইউপি নির্বাচনে ভোট হবে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে প্রায় দ্বিগুণ ব্যবধানে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ট্রান্সজেন্ডার নজরুল ইসলাম ঋতু।
দেশে তিনিই প্রথম ট্রান্সজেন্ডার, যিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।