চট্টগ্রাম আদালতে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশ ও টেকনাফ থানা পুলিশের যৌথ চেষ্টায় সোমবার ভোররাতে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।
মাদক মামলার আসামি কালামের বাড়ি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কালামকে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামে নেয়া হচ্ছে। এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’
এর আগে চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানান, আবুল কালামকে রোববার বিকেলে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর থানার জিআরও শাখায় রেজিস্ট্রেশন শেষে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে নামানোর সময় কৌশলে তিনি পালিয়ে যান।
বিষয়টি জানাজানি হলে দায়িত্বে অবহেলার অভিযোগে আসামির সঙ্গে থাকা দুই পুলিশ কনস্টেবল মো. শাহাদাত ও মো. নজরুল এবং একজন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে। তবে ওই উপপরিদর্শকের নাম জানা যায়নি।
এর আগে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখা রোববার সকালে চট্টগ্রাম কোতোয়ালি থানার কদমতলী মোড়ের উত্তর পাশের চায়ের দোকান থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ কালামকে আটক করে।
গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ্দ টিপু সুলতান কোতোয়ালি থানায় কালামের নামে মামলা করেন। এরপর তাকে আদালতে হাজির করা হয়।