ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের হামলায় আলেক মিয়া নামে ৬০ বছরের ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে রোববার রাত ৮টায় এ ঘটনা ঘটে।
আলেক মিয়ার বাড়ি রাধানগর গ্রামে। তিনি স্থানীয় ইউপি সদস্য মাসুদ মিয়ার কর্মী।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় ইউপি সদস্য মাসুদের সঙ্গে অনেক দিন ধরে সাবেক ইউপি সদস্য মহসিন মিয়ার বিরোধ চলছিল। রোববার মসজিদে যাওয়ার সময় মাসুদের সমর্থকদের ওপর হামলা চালায় মহসিনের লোকজন। সে সময় মারধর করা হয় আলেককে।
আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, থানায় রাত পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে।