তিস্তা নদীর দু’পাশে সাড়ে আট হাজার কোটি টাকার উন্নয়নকাজ হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার ঢাকায় ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি (আরডিজেএ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই তথ্য জানান।
আরডিজেএর প্রয়াত সদস্যের সন্তানদের বৃত্তি প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে রংপুরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘রংপুর অঞ্চল একসময় পিছিয়ে ছিল। তবে এখন আর পিছিয়ে নেই। দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে রংপুরও এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়ন এখন দৃশ্যমান।
‘রংপুরে পাইপে গ্যাস সরবরাহের কাজ দ্রুত এগিয়ে চলছে, অল্প সময়ের মধ্যে তা শেষ হবে। রংপুর অঞ্চলে বেশ কয়েকটি স্পেশাল ইকনোমিক জোন গড়ে তোলার কাজ চলছে। প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা নদীর দুই ধারে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এখানে শিল্প-কলকারখানা গড়ে তোলা হচ্ছে। উত্তর-পূর্ব ভারত থেকে নদীপথে মালামাল আনা-নেয়ার জন্য বন্দর গড়ে তোলা হয়েছে। নৌযান চলাচলের সুবিধার জন্য নদীর নাব্যতা বাড়ানো হচ্ছে।’
টিপু মুনশি বলেন, ‘শুধু রংপুর নয়, কুড়িগ্রামেও একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজ চলছে, সংসদে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ভুটান ও নেপাল এই বিমানবন্দর ব্যবহার করবে। প্রতিদিন সৈয়দপুরে ১৫-১৬টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে।’
মন্ত্রী জানান, ‘রংপুর অঞ্চলে এখন মঙ্গা নেই। আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময়ে শেখ হাসিনা রংপুর সফরের সময় বলেছিলেন- আমরা ক্ষমতায় গেলে রংপুর অঞ্চলের মঙ্গা দূর করব। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আজ তা-ই হয়েছে।’
আরডিজেএ সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম সাবু ও নাজমূল হক সরকার, ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।