বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাতরাজ নিহতের ঘটনায় বিচারের দাবি শিক্ষার্থীদের

  •    
  • ৫ ডিসেম্বর, ২০২১ ১৫:০৩

খুলশী থানার ওসি শাহিনুজ্জামান শাহিন বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী তাদের কিছু দাবি নিয়ে সড়কের এক পাশে অবস্থান নিয়েছে ৷ যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

চট্টগ্রামের খুলশীতে রেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী সাতরাজ উদ্দিন নিহতের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

নগরীর ওয়ারলেসে রোববার বেলা ১১টার দিকে মিছিলটি শুরু হয়ে দুর্ঘটনাস্থল ঝাউতলায় এসে সমাবেশ করেন তারা।

সমাবেশে সাতরাজকে হত্যা করা হয়েছে দাবি করে দোষীদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে তারা স্লোগান দেন।

এ সময় সাতরাজের সহপাঠী পার্থ সারথী নিউজবাংলাকে বলেন, ‘একটার পর একটা খুন হচ্ছে সড়কে। এর সর্বশেষ শিকার সাতরাজ উদ্দিন। এটি নিছক দুর্ঘটনা নয়, এটি হত্যা। বাসের চালক ও হেলপারদের অবহেলায় তাকে মরতে হয়েছে৷ আমরা দোষীদের বিচার ও নিরাপদ সড়ক চাই।’

মো. আফিফ নামে পাহাড়তলী কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে, বাস দ্রুতগতিতে অটোরিকশাকে ধাক্কা দিয়ে সেটি সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনকে ধাক্কা দিয়েছে। এর দায় বাসচালকের। ওরা সড়কে যাচ্ছেতাই করে, কেউ দেখার নেই। সাতরাজসহ এখন পর্যন্ত সড়কে যারা খুন হয়েছে, আমরা সবার বিচার দাবি করছি।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামান শাহিন বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী তাদের কিছু দাবি নিয়ে সড়কের এক পাশে অবস্থান নিয়েছে৷ যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

এ বিভাগের আরো খবর