বগুড়ার আদমদীঘিতে শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার পূর্ব লকু কলোনির পাশে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচ বছর বয়সী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর। কন্যাশিশুটির মা পরদিন শুক্রবার রাতে আদমদীঘি থানায় মামলা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন এসব তথ্য জানান।
তিনি জানান, পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে। সে নওগাঁর আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের বাসিন্দা। কিশোরটি আদমদীঘি সদরে কাঁচাবাজারে একটি মুদি দোকানে কাজ করে।
ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পূর্ব লকু কলোনি এলাকার মুদি দোকানে খাবার কিনতে যায় শিশুটি। বাসায় ফেরার পথে ওতপেতে থাকা এক কিশোর তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে তার মাসহ স্থানীয়রা তাকে উদ্ধার করেন। কিশোরটি সেখান থেকে পালিয়ে যায়।
পরে শিশুর মায়ের করা মামলায় অভিযুক্তকে তার গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।