মাদারীপুরের কালকিনি উপজেলার ভ্যানচালক ইদ্রিস হাওলাদার। অভাবের সংসারে একটু সচ্ছলতার আশায় পালছিলেন তিনটি ছাগল।
তার সেই আশা পুড়ে ছাই হয়েছে ভোররাতে ছাগলের খুপরিতে লাগা আগুনে। শনিবার ভোরে সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তার দুটি ছাগলের। আরেকটিও মৃত্যুর পথে।
ইদ্রিসের অভিযোগ, গ্রামে তার শত্রুর সংখ্যা অনেক। তাদের মধ্যেই কেউ ছাগলের খুপরিতে আগুন দিয়ে তার সর্বনাশ করেছে।
উপজেলার সাহেবরামপুর এলাকার মধ্যচর ক্রোকিরচর গ্রামের এ ভ্যানচালক জানান, দীর্ঘদিন ধরে তিনি ছাগলগুলো পালছেন। নিজের বসতঘরের পেছনের ছোট একটি খুপরিতে ছাগলগুলো রাতে রাখেন তিনি। রাতের আঁধারে সেই খুপরিতেই আগুন দেয় দুর্বৃত্তরা।
আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ইদ্রিস।
ইদ্রিসের স্ত্রী হাসিনা বেগম বলেন, ‘শত্রুতা করে বিনা কারণে আগুন দিয়ে আমার ছাগলগুলোকে শ্যাষ করে দিছে। এখন আল্লা ছাড়া বিচার দেয়ার মতো কেউ নাই আমার।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’