বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্মে দুই কিশোরী কে?

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২১ ১৬:৫১

বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ানো দুই কিশোরী ‘শিক্ষার্থী’ নন। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে আন্দোলনে উসকানি দিচ্ছেন। ঘটনার সময় সবচেয়ে বেশি সোচ্চার কিশোরীটি একটি রাজনৈতিক সংগঠনে যুক্ত বলেও দাবি করা হয়েছে এসব পোস্টে।

বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের মাঝে গত বৃহস্পতিবার রামপুরা এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরা দুই কিশোরীর সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরটিভির ফেসবুক পেজে ভিডিওটি আপলোডের পর পরই সেটি ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। আরটিভির পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘ইউনিফর্ম পরা থাকলেই স্টুডেন্ট নয়!’

এই ক্যাপশন কেন্দ্র করে বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ানো দুই কিশোরী ‘শিক্ষার্থী’ নন। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে আন্দোলনে উসকানি দিচ্ছেন।

ঘটনার সময় সবচেয়ে বেশি সোচ্চার কিশোরীটি একটি রাজনৈতিক সংগঠনে যুক্ত বলেও দাবি করা হয়েছে এসব পোস্টে।

তবে নিউজবাংলার অনুসন্ধানে জানা গেছে, রামপুরার আলোচিত দুই কিশোরীই শিক্ষার্থী। তাদের একজন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, আরেক জন সম্প্রতি এসএসসি পরীক্ষা শেষ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত কিশোরীর নাম সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস। খিলগাঁও মডেল ইউনিভার্সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সোহাগী এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস খিলগাঁও মডেল ইউনিভার্সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন

ভিডিওতে সোহাগীর সঙ্গে থাকা শিক্ষার্থীর নাম সেঁজুতি খন্দকার। দক্ষিণ বনশ্রী মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন সেঁজুতি।

নিউজবাংলার অনুসন্ধানে জানা গেছে, সোহাগী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাজনীতির সঙ্গেও জড়িত, তবে সেঁজুতি কোনো ছাত্র সংগঠনে যুক্ত নন।

সোহাগীর ছাত্র রাজনীতিতে যুক্ত বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স।

তিনি বলেন, ‘সোহাগী দীর্ঘদিন ধরেই ছাত্র ফ্রন্টের রাজনীতি করেন এবং বর্তমানে তিনি ঢাকা নগর কমিটির দপ্তর সম্পাদক। এবার তিনি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।’

সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌসের সঙ্গেও কথা বলেছে নিউজবাংলা। তিনি বলেন, ‘যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটা আমারই। অনেকে বলছেন আমি শিক্ষার্থী নই, এটি আসলে আন্দোলন থামিয়ে দিতে প্রচার করা হচ্ছে। আমি খিলগাঁও মডেল ইউনিভার্সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। মানবিক বিভাগের শিক্ষার্থী হওয়ায় আগামী ১৯ তারিখ আমার এইচএসসি পরীক্ষা শুরু হবে।’

সোহাগী বলেন, “ভিডিওটি বৃহস্পতিবার দুপুরের ঘটনা নিয়ে। সেদিন আরটিভির ফেসবুক পেজে আমাদের ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা ছিল- ‘ইউনিফর্ম থাকলেই স্টুডেন্ট নয়!’’

পুলিশের সঙ্গে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌসের বিতণ্ডার ভিডিও ভাইরাল হয়েছে

এই ক্যাপশনের বিষয়ে সোহাগী বলেন, ‘এটা আমাদের (দুই শিক্ষার্থী) উদ্দেশ করে লেখা হয়নি। ঘটনার সময় পুলিশ এ ধরনের একটি কথা বলেছিল, সেটি ক্যাপশনে আনা হয়েছে। আরটিভি কর্তৃপক্ষ আমাদের বোঝাতে এই ক্যাপশন দেয়নি।’

শনিবার আরটিভির ফেসবুক পেজে গিয়ে সেই ভিডিওটি আর পাওয়া যায়নি। সেটি সরিয়ে ফেলার তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

সোহাগী নিউজবাংলাকে বলেন, ‘ভিডিওটি মূল পেজে এখন না থাকলেও ফেসবুক ব্যবহারকারীরা এর স্ক্রিনশট ছড়িয়ে দিচ্ছেন। ডাউনলোড করা ভিডিওটিও ছড়ানো হচ্ছে।’

সোহাগী ও সেঁজুতি শনিবারও আন্দোলনে অংশ নেন

সোহাগীর ছাত্রত্বের বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও মডেল ইউনিভার্সিটি কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক কে এম নাহিদ হাসান। তিনি নিউজবাংলাকে বলেন, ‘ওর (সোহাগী) নামে একটা মিথ্যা পোস্ট ছড়িয়ে গেছে। আসলে ও এইচএসসি পরীক্ষার্থী। মানবিক বিভাগ থেকে এবার সে পরীক্ষা দিচ্ছে, আমি ওর সরাসরি শিক্ষক।’

খিলগাঁও মডেল ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জুলকার নাইন সুলতান আলম নিউজবাংলাকে বলেন, ‘সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস আমাদের কলেজের ছাত্রী। আমাদের কলেজ থেকে সে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।’

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘কলেজের ভেতরে আগে তাকে (সোহাগী) কখনও আন্দোলন করতে দেখিনি। আজ ছবি দেখে আমি চিনেছি, আগে তাকে চিনতাম না। শুনেছি বাইরে সে পলিটিক্যালি খুব তৎপর, তবে কলেজের ভেতরে তার তৎপরতা দেখিনি।’

এ বিভাগের আরো খবর